Kolikata Herbal Dhaka

সুখী দাম্পত্য জীবনের মধুর ছোঁয়া কলিকাতা হারবাল ফিরিয়ে দেয় সব সময়।

       আপনার সকল জটিল ও কঠিন রোগ চিকিৎসার দ্বায়ীত্ব আমাদের।

                    প্রকৃত হারবাল ঔষধ কখনো সাইড ইফেক্ট হয় না। 

OFFICE HOURS

Friday                     3:00 – 10:00
Saturday 4:00 – 10:00
Sunday-thursday 9:00 – 10:00

কলিকাতা হারবালে স্বাগতম

আপনার যাবতীয় জটিল ও কঠিন রোগের সু-চকিৎসার দ্বায়ীত্ব আমাদের।
রোগ আপনার চিকিৎসা দিবো আমরা। ডাক্তার ও ঔষধ সেবা পাবেন ঘরে বসেই।

আমাদের চিকিৎসা সেবাসমূহ

কলিকাতা হারবাল।যৌন সমস্যার ১০০% স্থায়ী চিকিৎসা।হারবাল একটি স্থায়ী চিকিৎসা।এই চিকিত্‍সা ৫০০০ বছরের পুরাতন।আদি যুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিৎসা করা হতো। এই চিকিত্‍সা বর্তমানে ‘হারবাল চিকিত্‍সা’ তথা ‘অলটারনেটিভ ট্রিটমেন্ট’ নামে পরিচিতি লাভ করেছে।

আমরা যৌন,চর্ম,হাঁপানী,পাইলস্,স্বাস্থ্যহীনতা, সহ যাবতীয় রোগের সু-চিকিৎসা করা হয়।

যৌন রোগের ঔষধ
যৌন রোগের ঔষধলিঙ্গ বড় করার ঔষধ
কলিকাতা হারবাল যৌন চিকিৎসার স্থায়ী সমাধানে নাম্বার ওয়ানে রয়েছে, সেই অনেক অনেক বছর পূর্বে থেকেই। কারণ চিকিৎসা ক্ষেত্রে কলিকাতা হারবাল সঠিক ঔষধ প্রদান করে থাকেন এবং হাকিম বা কবিরাজের ঔষধ প্রদান ও উন্নত সেবা প্রদানে সর্বদাই সচেষ্ট।
যৌন রোগ বলতে আমরা বুঝি প্যানিস ছোট ও চিকন হয়ে যাওয়া এবং মিলনে দ্রুত বীর্যপাত বা সেক্স সময় কম হওয়া। অনেকেই এই জাতীয় সমস্যায় নিজের স্ত্রীকে হারায় অর্থাৎ ডিভোর্স হয়ে যায়বা সংসার ভেঙ্গে যায়।
তাই ব্যাক্তি জীবনে সুখী হতে হলে অবশ্যই দাম্পত্য জীবনে সুখী হতে হবে। মেয়েদের ও যৌন রোগ হতে পারে। অনেক মেয়েদের এ কারনে সেক্স করতে ভালো লাগেনা এবং জরায়ুতে জ্বালাপোড়া করে।
তাই যৌন রোগের চিকিৎসা নিন কলকাতা হারবাল থেকে।
দ্রুত বীর্যপাতের ঔষধ
দ্রুত বীর্যপাতের ঔষধপ্যানিস বড় করার ঔষধ
মাস্টারবেশন বা হস্তমৈথুন এর ফলে অনেক পুরুষের প্যানিস এতটাই ক্ষতি গ্রস্থ হয়ে পড়ে যেটা সে নিজেই ক্ষতি করে আজ ডাক্তারদের দারে দারে সুস্থ হবার ঔষধ খুজে খুজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন।
তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই’
প্রতিটি পুরুষের জীবনে একটি সময় বিবাহ করে সংসার জীবন শুরু করতে হয়। কিন্তু যখন সেই পুরুষ খারাপ ভিডিও দেখে খারাপ বদ অভ্যাসে জীবন নষ্ট করে বিবাহ করে ঘরে বৌ এনে এক দুই মিনিট এর বেশি অথবা তার স্ত্রীকে পরিপূর্ন সুখ দিতে পারেনা তার সংসার বেশি দিন টিকেনা।
তাই সবার কাছে অনুরোধ আপনারা হাত দ্বারা নষ্ট করবেন না ও স্বপ্নদোষ এবং ক্ষয় সমস্যা হলে অবশ্যই চিকিৎসা নিবেন। আর এ রোগের চিকিৎসা মিলবে কলকাতা হারবাল ঔষধে।ধন্যবাদ।
স্বাস্থ্য হীনতার ঔষধ
স্বাস্থ্য হীনতার ঔষধবডি বিল্ডার ঔষধ
সুন্দর স্বাস্থ্য সবার কাম্য। লিকলিকে স্বাস্থ্যের মূল কারন নিয়মিত খাবারের প্রতি রুচি না থাকা। এছাড়াও যৌন জনিত সমস্যা তো রয়েছেই। অনেকের নিয়মিত ক্ষয় জনিত সমস্যা এবং প্রতিনিয়ত স্বপ্নদোষ সমস্যার কারনে স্বাস্থ্য নষ্ট হয়। তাই এ জাতীয় রোগ সমস্যার স্থায়ী চিকিৎসা নিতে হবে। তাহলেই স্বাস্থ্য হবে দেখার মত সুন্দর।
আপনি দেখতে যেমনই হোননা কেন স্বাস্থ্য সুন্দর হলে আপনাকে দেখতে অবশ্যই হ্যান্ডসাম লাগবে।
তাই নিজের স্বাস্থকে আরো দর্শনধারি করতে অবশ্যই সু-চিকিৎসা নিতে হবে। স্বাস্থ্য সমস্যা মেয়েদেরও প্রকট দেখা যায়। অনেক মেয়ের স্বাস্থ সমস্যার কারণে বিয়ে পর্যন্ত হয় না। মেয়েদের অরুচি ও সাদাস্রাব জনিত কারণে এই স্বাস্থ্যহীনতা বেশি হয়।
চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়। তাই এ রোগের চিকিৎসা নিন কলকাতা হারবাল থেকে।
পাইলস্ রোগের ঔষধ
পাইলস্ রোগের ঔষধঅর্শ্ব,গেজ,ভগন্দর,ফিস্টুলার ঔষধ
কিছু রোগ যখন হঠাই আমাদের শরীরে দেখা দেয়। তখন আমরা অনেকটা ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকি এই রোগ পরিপূর্ন ভাবে নির্মূল করার জন্য কোথায় যাবো কোন ঔষধ খাবো। পাইলস্,অর্শ্ব,ভগন্দর,ফিস্টুলা,হালিস যে যেটাই বলেন কেন এটি একটি ঘৃনিত ও জটিল রোগ। অনেকে অপারেশন করেও এ রোগ থেকে চিরতরে বের হয়ে আসতে পারেন না।
তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কাটাছেড়া করার কোন প্রয়োজন নেই আপনি শুধু বাই বাই পাইলস্ এর চিকিৎসা নিন এবং সুস্থ্য হউন অল্প দিনের মধেই। অনেকের ব্যাথা করে রক্ত পড়ে। এই রক্ত ও ব্যাথা ঔষধ সেবনে বন্ধ হবে এক সপ্তাহে এবং এক মাসের মধ্যে চিরতরে নির্মূল হবে। তাই এ রোগের চিকিৎসা নিন কলকাতা হারবাল থেকে।
হাইট প্লাস ঔষধ
হাইট প্লাস ঔষধলম্বা হবার ঔষধ
চিকিৎসাবিজ্ঞান জানায়, মানুষের মাথায় কপাল বরাবর একজোড়া গ্রন্থি আছে। সেটাকে পিটুইটারি গ্রন্থি বলে। বাড়ন্ত বয়সে সেই গ্রন্থি থেকে হরমোন নিঃসরিত হয়। হরমোন বেশি মাত্রায় উৎপন্ন ও ক্ষরণ হলে মানুষ অনেক লম্বা হয়। কিন্তু এই হরমোন যদি খুব কম মাত্রায় উৎপন্ন এবং ক্ষরণ হয় তাহলে মানুষ বেঁটে বা কম লম্বা হয়। হরমোন নিঃসরিত হওয়ার সময় হাড়ের জয়েন্টে গ্রোথ প্লেট বাড়তে থাকে।যখন একজন মানুষের হাড়ের গ্রোথ প্লেট নির্দিষ্ট বয়সে শক্ত হয়ে বন্ধ হয়ে যায়, তখন মানুষের উচ্চতা স্থির হয়ে যায় লম্বা বা বেঁটে হওয়াটা মাথার পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরিত গ্রোথ হরমোন ও শরীরের হাড়ের গ্রোথ প্লেটের উপর নির্ভর করে। দু‘টি জিনিস একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে হাইট প্লাস ঔষধে এই বৃদ্ধি আবারও সক্রিয় হয়। তাই হাইট প্লাস সেবন করুন ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হউন।
অনান্য রোগ চিকিৎসা
অনান্য রোগ চিকিৎসাসকল রোগের ঔষধ
যৌন,চর্ম,হাঁপানী,শ্বাষকষ্ট,অর্শ্ব-গেজ,জন্ডিস,গ্যাস্ট্রিক,আলসার,HBS সহ যাবতীয় জটিল ও কঠিন রোগের সু-চিকিৎসা করা হয়।
আমরা অনেকেই আছি সঠিক ঔষধ বা চিকিৎসা কোথায় পাওয়া যায় সে বিষয়ে জানিনা। সঠিক চিকিৎসা ব্যাবস্থা পতে আপনি কলিকাতা হারবাল হেড অফিসে সরাসরি ডক্তর দেখাতে পারবেন। অনলাইনে কোন ভিজিট রাখা হয় না। রোগ বিষয়ক পরামর্শ নিতে পারবেন একদম ফ্রীতে।
চিকিৎসা সফল ভাবে নিলে যে কোন রোগ নির্মূল হয় খুব দ্রুত।
অনেক রোগ আছে পুরানো বা অনেক দিন ধরে শরীরে পুশে রাখেন যার মাধ্যমে রুগির রোগ অনুপাতে ঔষধ দিতে হয়। নতুবা সুস্থতার পরীবর্তে রোগ নির্মূল হয় না। তাই অবশ্যই কলিকাতা হারবালের চিকিৎসা নিনসুস্থ্য থাকুন। রোগ আপনার চিকিৎসা দিবো আমরা ।

কলিকাতা হারবাল মেডিসিন

আমাদের ঔষধ ১০০ ভাগ কার্যকরি

 রোগ যত কঠিনই হোক না কেন চিকিৎসা দিবো আমরা। হারবাল ঔষধ সেবনে জটিল ও কঠিন রোগ খুব দ্রুত নির্মূল হয়।

       01919878722

একজন ডাক্তার

১/ ডাক্তারের একটিমাত্র সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বাঁচাতে পারে, আবার ভুল সিদ্ধান্ত আপনাকে মারতেও পারে।

– অ্যারিস্টটল

২/ কখনই সেই ডাক্তারের কাছে যাবেন না যার আশেপাশের গাছপালা মারা গেছে। – এরমা বোম্বেক

৩/ প্রতিটি রোগীই তার নিজের মধ্যে একটি ডাক্তার বহন করে। – নরমান

৪/ একজন ভালো ডাক্তার সবসময় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। – রিচার্ড ডিয়াজ

৫/ একজন ডাক্তার একজন মানুষকে পুরোপুরি বদলে দিয়ে সক্ষম। – চিনি বেইলি

৮/ ডাক্তাররা সবসময় নিজেদের কাছের মানুষদের চিকিৎসা করতে ভয় পায় যদি সে মুমূর্ষু হয়। – ক্যারে ওটিস

৯/ ডাক্তাররা কখনোই নিজদের ধন্য মনে করেননা এবং অধিকাংশ ডাক্তারদেরই নিজেদের প্রতি গর্ব নেই। – জন গ্লেন

১০/ একজন ডাক্তার অসুস্থ থাকলেও তাকে আরেক অসুস্থ রোগীর সেবা করতে হয় কারণ এটিই তার ধর্ম। – মিনি পারল

১১/ রোগীর জীবন বাঁচাতে পারলেই সে ডাক্তার, আর না পারলেই সে খুনী। বাস্তবতা এমনই। – এমি রিয়ান

১২/ যে ছেলেটি তার ছোটবেলায় একজন ভালো ডাক্তার সঙ্গী হিসেবে পেয়েছে তার জীবন ধন্য। – লিবেমেন

১৩/ ডাক্তারদের মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনার তাদের প্রয়োজন হবে। – গিলবারট

১৪/ ডাক্তাররা আমাদের বেঁচে থাকার সেই আশাটুকু দেখাতে পারে যা অন্যকেউ কখনোই পারেনা। – রিচি লেক

১৫/ ডাক্তারদের কাছে নিজেদের ইচ্ছার কোন মুল্য নেয়, তারা মানুষের ইচ্ছা পূরণেই ব্যস্ত সারাজীবন। – জুঙ্কি

১৬/ একজন ডাক্তার না হওয়া পর্যন্ত যেকোনো মানুষের পক্ষে ডাক্তারদের অবস্থা বোঝা অসবম্ভব। – এল জি বাল্লাড

১৭/ ডাক্তারের প্রতি অগাধ বিশ্বাস যেকারোর মৃত্যুর প্রধান কারণ হতে পারে। – স্তিভেন ম্যাগি

১৮/ সুস্থ মানুষেরা ডাক্তারদের শক্তি আর ডাক্তাররা অসুস্থ মানুষদের শক্তি। – জোনাথান

আশা করি আপনার জীবনেও ডাক্তারদের গুরুত্ব অপরিসীম। তাদের সম্মান করতে শিখুন এবং যথাযথ মর্যাদা দিন।

একজন রোগী

১) নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন।

২. খাবারের শুরুতে এক থেকে দুই গ্লাস পানি পান করুন।

৩. ফলমূল ও শাকসবজি বেশি করে খাদ্য তালিকায় রাখুন

৪. সুস্বাস্থ্য ও ফিগারের জন্য নিয়মিত ও পরিমিত ঘুম প্রয়োজন।

৫. নিয়মিত ও সঠিক ব্যায়াম

৬. প্রতিদিন সমতল জায়গায় হাঁটার চেষ্টা করুন

৭. ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস গড়ে তুলুন।

৮. বেশি উঁচু তলায় উঠার দরকার না হলে, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।

৯. প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টা ঘুমের অভ্যাস গড়ুন।

১০. ত্বকের যত্ন

১১. সৎ/হালাল উপায়ে উপার্জন করতে হবে,

১২. নিয়ম মেনে ঘুমাতে হবে এবং নিয়ম মেনে খেতে হবে,

১৩. মানুষকে ঠকানো যাবেনা,

১৫. প্রতিদিন কিছু সময় হাটাহাটি করতে হবে, ( লিফটের যায়গায় সিড়ি ইউজ করতে পারেন)

১৬. সহজে হজম হয় এমন খাবার খেতে হবে, ( তৈলাক্ত এবং রিচফুড থেকে নিরাপদ দুরত্ব রাখুন)

১৭. পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে,

১৮. চিন্তাভাবনা পরিচ্ছন্ন রাখতে হবে।

হারবাল চিকিৎসা

‘আয়ুর্বেদ’ শব্দের অর্থ জীবনজ্ঞান বা জীববিদ্যা। অর্থাত্ যে জ্ঞানের মাধ্যমে জীবের কল্যাণ সাধন হয় তাকে আয়ুর্বেদ বা জীববিদ্যা বলা হয়।

আয়ুর্বেদ চিকিত্‍সা বলতে ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে যে চিকিত্‍সা দেয়া হয় তাকে বুঝানো হয়। এই চিকিত্‍সা ৫০০০ বছরের পুরাতন।

পবিত্র বেদ এর একটি ভাগ – অথর্ববেদ এর যে অংশে চিকিৎসা বিদ্যা বর্ণিত আছে তা-ই আয়ুর্বেদ। আদি যুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিসা করা হতো।

এই চিকিত্‍সা বর্তমানে ‘হারবাল চিকিত্‍সা’ তথা ‘অলটারনেটিভ ট্রিটমেন্ট’ নামে পরিচিতি লাভ করেছে।


ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান হল

Traditional Medicine হিসেবে ব্যবহৃত বিশ্বের প্রাচীন ও বহুল ব্যবহৃত দুটি চিকিৎসা বিজ্ঞানের নাম। World Health Organization(WHO) এর মতে, Traditional Medicine হচ্ছে – “The health practices, approaches, knowledge and beliefs incorporating plant, animal and mineral-based medicines, spiritual therapies, manual techniques and exercises, applied singularly or in combination to treat, diagnose and prevent illnesses or maintain well-being.” অর্থাৎ উদ্ভিজ্জ, প্রাণিজ ও খনিজ উপাদানের একক অথবা যৌগিক প্রয়োগ বা ব্যায়াম অথবা খাদ্যভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ নির্ণয়, রোগ নিরাময়, রোগ প্রতিরোধ অথবা সুস্বাস্থ্য বজায় রাখার চিকিৎসা ব্যবস্থা, পদ্ধতি, জ্ঞান এবং ধ্যান ধারণা ও বিশ্বাসের সমন্বয়কে Traditional Medicine বলা হয়। সহজ কথায়, বিশ্বের বিভিন্ন জাতি বা গোষ্টী কর্তৃক ব্যবহৃত তাদের নিজস্ব জ্ঞান প্রয়োগের মাধ্যমে প্রাপ্ত চিকিৎসা পদ্ধতিকে Traditional Medicine বলা হয়ে থাকে। ইউনানী চিকিৎসার উৎপত্তি ঘটেছিল গ্রীস শহরে, আর আয়ুর্বেদের উৎপত্তি পাক-ভারত উপমহাদেশে। ইতিহাস থেকে যা জানা যায়, সর্ব প্রথম চিকিৎসা বিজ্ঞানের সূচনা ঘটে বাবেল তথা ব্যাবিলনে (ইরাক)। পরবর্তীতে মিশর এবং তারপর পাক-ভারত উপমহাদেশ ও চীনে চিকিৎসা বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়। কালের পরিক্রমায় বাবেল ও মিশর ধ্বংসের পর বাবেলীয় ও মিশরীয় চিকিৎসা সভ্যতা স্থানান্তরিত হয়ে গ্রীসের ইউনান নামক প্রদেশে ইউনানী চিকিৎসা নামে আত্নপ্রকাশ করে। সময়ের সাথে সাথে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান দুটি আলাদা কেন্দ্র থেকে তাদের আবিষ্কার, মানব কল্যাণে প্রয়োগ অব্যাহত রাখে এবং মুসলমানদের মাধ্যমে ইউনানী চিকিৎসা বিজ্ঞান উপমহাদেশে প্রবেশ করে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্ক স্থাপন করে।